২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০২:১৩:০৮ অপরাহ্ন


কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: তিনজনের ফাঁসি বহাল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
কুকুর লেলিয়ে কলেজছাত্র হত্যা: তিনজনের ফাঁসি বহাল ফাইল ফটো


কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে চট্টগ্রামের কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসমিরা হলেন- জুনায়েদ আহমেদ রিয়াদ, জাহিদুর রহমান শাওন ও মাহবুব আলী ড্যানি। এছাড়া খালাস পাওয়া আসামিরা হলেন- ব্যবসায়ী শাহ সেলিম টিপু ও শাহাদাত হোসেন সাজু।

রায়ের সময় আদালত বলেন, হিংস্র কুকুর লেলিয়ে হিমাদ্রিকে হত্যা করা হয়।

২০১৬ সালের ১৬ আগস্ট হিমাদ্রি হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন চট্টগ্রামের একটি আদালত। ২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রামের পাঁচলাইশের একটি ভবনের পাঁচতলার ছাদে নিয়ে হিমাদ্রীকে মারধরের পর কুকুর লেলিয়ে দেওয়া হয়। 

পরে তাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়। ওই বছরের ২৩ মে ঢাকার একটি হাসপাতালে মারা যান এ-লেভেলের শিক্ষার্থী হিমাদ্রী।