১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৪০:৫৪ অপরাহ্ন


জেল হত্যা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ ছাত্রলীগের মোমবাতির প্রজ্জ্বলন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
জেল হত্যা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ ছাত্রলীগের মোমবাতির প্রজ্জ্বলন জেল হত্যা দিবসের প্রথম প্রহরে রাজশাহী কলেজ ছাত্রলীগের মোমবাতির প্রজ্জ্বলন


৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার স্মরণে রাজশাহী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩ নভেম্বর) প্রথম প্রহরে কুমারপাস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জ্বলন করেছেন মহানগর ছাত্রলীগের অন্তর্গত রাজশাহী কলেজ ছাত্রলীগ।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম। রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাধারণ সম্পাদক জাফর,ও রাজশাহী কলেজ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে তৎকালীন সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য নৃশংসভাবে হত্যা করে সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামারুজ্জামান হেনা।