২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৩:০১:৩৬ পূর্বাহ্ন


জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত
নিরেন দাস,জয়পুরহাট প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ০৩-১১-২০২২
জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত


নানা কর্মসূিচর মধ্য দিয়ে জয়পুরহাটে জেলা আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন করেছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৮ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে  কালো পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ, এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭৫ এর ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের তিন মাসের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধের অন্যতম কান্ডারী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ,এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

পরে জাতীয় চার নেতার স্মরণে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডঃ মোমিন আহম্দে চৌধুরী জিপি, এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, রাজা চৌধুরী,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী, শেখর মজুমদার, জাহিদুল আলম বেনু, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাম্মিম আজিজ সাজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

দিবসটি উপলক্ষে জেলার পাঁচটি উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ,ছাত্রলীগসহ অন্যান্য সহযোাগী সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও তাদের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।