২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১২:৪৯:১৭ পূর্বাহ্ন


নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত
নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ "
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২২
নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত নিয়ামতপুরে জাতীয় সমবায় দিবস পালিত


বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন-সমবায় শক্তি,সমবায় মুক্তি" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে নওগাঁর নিয়ামতপুরে ৫১তম জাতীয় সমবায়  দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার। নিয়ামতপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিমুল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতির আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা সমবায় কর্মকর্তা মোকাররম হোসেন,নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার( ডিজিএম) মোসাদ্দেকুর রহমান, উপজেলা সহকারী প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা রাসেল রানা,ছাতড়া সঞ্চয় ঋ‌ন দান সমবায় সমিতির সভাপতি আব্দুল আলিম,অমরসিংহপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক মানিক কুমার,মেঘনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আলমগীর প্রমুখ। উপজেলা পর্যায়ে সেরা সিডিএফ(কোঅপারেটি ডেভলপমেন্ট ফান্ড)  প্রদানকরী হিসেবে প্রথম স্থান অধিকার করেন, মানব সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড,২য় স্থান অধিকার করে মধুমিতা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ,৩য় স্থান অধিকার করেন স্বপ্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট। উপজেলা পর্যায়ে সফল সমবায়ী হিসেবে মনোনীত হয়েছেন ছাতড়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিডেট।