২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০১:০৫:০২ অপরাহ্ন


মৃতব্যক্তিকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৮-১১-২০২২
মৃতব্যক্তিকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন ফাইল ফটো


জানাজার পর মৃতব্যক্তিকে কবরের পাশে নিয়ে কবরে রাখার সময় দোয়া পড়তে বলেছেন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিস শরীফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের শিক্ষার জন্য এবং মানুষকে করবে রাখার সময় উক্ত দোয়া পড়ার জন্য উৎসাহিত করেছেন। দোয়াটি হলো-

بِسْمِ الله وَ عَلَى سُنَّةِ رَسُوْلِ الله – بِسْمِ اللهِ وَ عِلَى مِلَّةِ رَسُوْلِ الله

উচ্চারণ : বিসমিল্লাহ ওয়া আলা সুন্নাতি রাসুলিল্লাহ। অন্য বর্ণনায় এসেছে- বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ।

অর্থ : আল্লাহ তাআলার নামে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ত্বরিকা বা সুন্নাতের বা দলের উপর (মধ্যে) রাখা হচ্ছে। (তিরমিজি ও আবু দাউদ)

অন্য হাদিসে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনুহ বর্ণনা করেছেন, রাসুলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোনো মৃতব্যক্তিকে (কবরে) রাখতেন; তখন বলতেন-

بِسْمِ الله – و بالله – و فِى سَبِيْلِ الله – وَ عَلى مِلَّةِ رَسُوْلِ الله

উচ্চারণ : বিসমিল্লাহ, ওয়া বিল্লাহ, ওয়া ফি সাবিলিল্লাহ, ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ

অর্থ : আল্লাহর নামে, এবং আল্লাহর (নামের) সঙ্গে, আর আল্লাহ পথে, আর আল্লাহর দলের ওপর রাখা হচ্ছে।’ (জামে, তিরিমিজি)

মুসলিম উম্মাহর উচিত, সকল মৃতব্যক্তিকে কবর রাখার সময় এ দোয়া পড়া। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বা সুন্নাতের  মিল্লাতের ওপর তাকে কবরস্থ করা।

আল্লাহ তাআলা সবাইকে উক্ত দোয়া পড়ার তাওফিক দান করুন। আমিন।