২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০:৩৮:৪৮ অপরাহ্ন


তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২২
তুরস্কে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু ফাইল ফটো


তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় বুরসা নগরীর একটি বাড়িতে অগ্নিকাণ্ডে কমপক্ষে নয়জন মারা গেছে। এদের মধ্যে আটজনই শিশু। বুধবার (৯ নভেম্বর) নগর কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

সংবাদমাধ্যমের খবরে জানা যায়, বুধবার রাতে জরুরি টেলিফোন কলে সাড়া দিয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহগুলো উদ্ধার করে। তারা সবাই এক পরিবারের সদস্য। তারা রাতে ঘুমিয়ে থাকার সময় বাড়িতে আগুন ধরে যায়।

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, মর্মান্তিক এ অগ্নিকাণ্ডের শিকার হওয়া পরিবারটি সিরীয়। নিহতদের মধ্যে ছয় ভাইবোন, তাদের মা ও দুই কাজিন রয়েছে। শিশুদের কারো বয়স ১১ বছরের বেশি না।

স্থানীয়রা জানিয়েছেন, পরিবারটি প্রায় এক মাস আগে ওই বাড়িতে বসবাসের জন্য উঠে। তারা এর আগে বুরসা শহরের অন্য প্রান্তে বসবাস করত।

স্থানীয় গভর্নরের দফতর জানায়, প্রাথমিক খবরে জানা গেছে পরিবারটি ঘুমিয়ে থাকার সময় স্টোভ হিটার থেকে সেখানে আগুনের সূত্রপাত ঘটে। তবে এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

তুরস্কে প্রায় চার লাখ সিরীয় শরণার্থী রয়েছে। সিরিয়ায় দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলায় তারা দেশ ছেড়ে অভিবাসী হিসেবে দেশটিতে বসবাস করছিলেন।