২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:০২:২৮ অপরাহ্ন


নির্মাণাধীন ভবনে কাজের সময় মাটিচাপা পড়ে ৪ শ্রমিক আহত
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-১১-২০২২
নির্মাণাধীন ভবনে কাজের সময় মাটিচাপা পড়ে ৪ শ্রমিক আহত নির্মাণাধীন ভবনে কাজের সময় মাটিচাপা পড়ে ৪ শ্রমিক আহত


দিনাজপুরের বীরগঞ্জে নির্মাণাধীন বহুতল ভবনের কাজ করার সময় মাটি চাপা পড়ে চার নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন- উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের বছির উদ্দিনের ছেলে মো. ইয়াছিন আলী , একই গ্রামের মো. সাহার আলীর ছেলে মো. মাহাবুব ও হামিদুর ইসলামের ছেলে মো. আক্কাস আলী এবং একই ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে মো. আরিফ।

আহত শ্রমিক মো. ইয়াছিন আলী জানান, বৃহস্পতিবার সকাল থেকে প্রায় দশজন শ্রমিক ভবনের বেসমেন্টের কাজ করছিলেন। কাজ করার এক পর্যায়ে দুপুরে দক্ষিণ পাশের মাটি ধসে তাদের ওপর পড়ে যায়। এতে ৪ শ্রমিক মাটিচাপা পাড়ে। অন্য শ্রমিকরা একজনকে উদ্ধার করলেও ফায়ার সার্ভিস এসে বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. সাব্বির হোসেন জানান, আহতদের মধ্যে মো. ইয়াছিন আলী এবং মো. মাহাবুবকে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারত। অসাবধানতার ফলে এ ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান।