২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৩:২৫:৪৮ অপরাহ্ন


রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ গ্রেফতার ৩
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১১-১১-২০২২
রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ গ্রেফতার ৩ রাজশাহীতে বিপুল পরিমাণ চোলাইমদসহ গ্রেফতার ৩


রাজশাহী জেলার মোহনপুর হতে ৩১৫০ লিটার চোলাইমদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় মোহনপুর থানাধীন রায়ঘাটি গ্রামের সাওতাল পাড়া হতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো- রাজশাহী জেলার মোহনপুর থানাধীন রায়ঘাটি (আদিবাসী পাড়া) গ্রামের মৃত গদাই রায়ের ছেলে শ্রী আলাল চন্দ্র রায় (৩২), একই গ্রামের তিন কুঁড়ি শ্যান্ডালের ছেলে শ্রী রঞ্জিত রায় (৩৩) ও মৃত সমভুর ছেলে সন্তেস রায় (২৬)।

অভিযান পরিচালনা করেন র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন রায়ঘাটি গ্রামের সাওতাল পাড়ায় আলাল চন্দ্র রায় এর বসতবাড়ীতে কতিপয় মাদক কারবারী বিপুল পরিমান চোলাইমদসহ বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোর সাড়ে ৬টার সময় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ হতে ৩১৫০ লিটার চোলাইমদ ও নগদ ১৪৮০/-টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১) সারণী ২৪ (গ)/৪১ ধারার মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।