১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:০৭:৩৪ অপরাহ্ন


রাজশাহী মেডিকেলে করোনায় বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৪-১১-২০২২
রাজশাহী মেডিকেলে করোনায় বৃদ্ধের মৃত্যু ছবি- রাজশাহীর সময়


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে মুকুল (৬২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী

তিনি জানান, নাটোরের হরিরামপুর উপজেলার বাসিন্দা মুকুল করোনা সংক্রমিত হয়ে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি হাসপাতালে ১৭ দিন ভর্তি ছিলেন।

শামীম ইয়াজদানী বলেন, সোমবার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৮ জন ভর্তি হয়েছেন। যেখানে গতকালও ১০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

এদের মধ্যে করোনা সংক্রমিত হয়ে ভর্তি রয়েছেন ৫ জন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতার কারণে চিকিৎসাধীন রয়েছেন দুজন ও করোনার উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন একজন রোগী।

এদিকে রামেক হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা হলেও কোনো করোনা রোগী ধরা পড়েনি।