১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০১:১৭:৩১ অপরাহ্ন


রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ২০-১১-২০২২
রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ ২জন মাদক কারবারি গ্রেফতার রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ ২জন মাদক কারবারি গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ২কোটি টাকার হেরোইসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার (২০ নভেম্বর) ভোর রাত সাড়ে ৪টায় মহানগরীর শাহমখদুম থানাধীন আমচত্বর ওমরপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাইক্রোবাস থেকে এক মাদক কারবারি পালিয়ে যায়। পরে মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ২কেজি হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় হেরোইন বহনকাজে ব্যবহৃত ১টি মাইক্রোবাস।

গ্রেফতার মাদক কারবারিরা হলো: বগুড়া জেলার, বগুড়া সদর থানার নামাজগড় ডালপট্টি গ্রামের মৃত নিমাইচন্দ্রের ছেলে শ্রী প্রদীপ কুমার (৪৫) ও গোদাগাড়ী থানার কাদিপুর গ্রামের মোঃ শাজাহান আলীর ছেলে মোঃ ওবায়দুর রহমান (২৬)। এছাড়াও পলাতক মাদক কারবারি গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মোঃ এনামুল হকের ছেলে মোঃ মিজানুর রহমান (২৫)।

রবিবার সন্ধায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফকারকৃত মাদক কারবারিরা জানায়, বগুড়া জেলা থেকে মাইক্রোবাস নিয়ে রাজশাহীর গোদাগাড়ি আসে হেরোইন সংগ্রহ করতে। এরপর তারা গোদাগাড়ী থেকে হেরোইন সংগ্রহ করে জামালপুর, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। ইতিপূর্বে তারা কয়েকবার একই কায়দায় হেরোইন সরবরাহ করেছিলো বলে স্বিকার করে।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহানগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।