২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৫:০২:৪৯ পূর্বাহ্ন


কুড়িগ্রামে ছোট ভাইকে পিটিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২১-১১-২০২২
কুড়িগ্রামে ছোট ভাইকে পিটিয়ে হত্যা ফাইল ফটো


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাকা চুরির অভিযোগ দেওয়ায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (২১ নভেম্বর) সকালে উপজেলার চর বলদিয়া গ্রামের একটি ধানক্ষেতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়া জানায়, ওই গ্রামের আজিজুল হক (৬০) ও তার বড় ভাই ফজল হক (৬৫) পাশাপাশি বাড়িতে বসবাস করেন। ২-৩ দিন আগে আজিজুল হকের বাড়ি থেকে ৩৭ হাজার টাকা চুরি হয়। ওই টাকা ফজল হক ও দুই ছেলে নিয়েছে বলে দাবি করেন আজিজুল হক। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সোমবার সকালে আজিজুল হক বাড়ির পাশের ধানক্ষেতে কাজ করার সময় বড় ভাই ফজল হক ও তার দুই ছেলে সোহেল (৩৫), রতন (২৪) সেখানে নিয়ে আজিজুল হককে মারধর করেন। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

বঙ্গ সোনাহাট ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া জানান, পারিবারিক বিষয় নিয়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।