২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৪৬:৩৯ অপরাহ্ন


শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে ককটেল উদ্ধার, ১৪৮ জনের বিরুদ্ধে মামলা
তানোর প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে ককটেল উদ্ধার, ১৪৮ জনের বিরুদ্ধে মামলা ফাইল ফটো


রাজশাহীর তানোর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় উপজেলা বিএনপির ৮ নেতাকর্মীসহ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) সকালে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিএনপির নেতাকর্মীরা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য সমবেত হন। কিন্তু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যান।

ওসি আরও বলেন, স্টেডিয়াম থেকে পাঁচটি তাজা ককটেল, বেশকিছু বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।