২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৭:৩৯:১৩ পূর্বাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে চালক নিহত
অর্থনীতি ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-১১-২০২২
চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে চালক নিহত চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে চালক নিহত


চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ধানবোঝাই ট্রাক্টর-ট্রলি উল্টে এর নিচে চাপা পড়ে  ট্রলিচালক মো. শামিম (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ধাপাপাড়া এলাকায় নতুন মহানন্দা সেতুগামী (শেখ হাসিনা সেতু) সড়কে এ ঘটনা ঘটে। নিহত শামিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ছোট গোঠাপাড়া গ্রামের মো. এনসুরের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. রফিকুজ্জামান বলেন, বরেন্দ্রাঞ্চল থেকে ধানবোঝাই ট্রলি নিয়ে বাড়ি ফিরছিলেন শামিম।

পথিমধ্যে সড়কের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান চালক শামিম। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বুধবার (২৪ নভেম্বর) ভোররাত ৩টার দিকে ট্রলির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আশীষ সরকার বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর ‘অভিযোগ নাই’ মর্মে আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই আশীষ।