১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:৫৮:৪৬ পূর্বাহ্ন


কিশোরী ধর্ষণের দায়ে মিঠুনের যাবজ্জীবন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৪-১১-২০২২
কিশোরী ধর্ষণের দায়ে মিঠুনের যাবজ্জীবন কিশোরী ধর্ষণের দায়ে মিঠুনের যাবজ্জীবন


রংপুরের তারাগঞ্জে কিশোরীকে ধর্ষণের দায়ে মিঠুন শেখ সবুজ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম এ আলী এই রায় দেন।

রংপুর নারী ও শিশু আদালতের সরকারি কৌঁসুলি পিপি তাজিবুর রহমান লাইজু সময় সংবাদকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত মিঠুন বদরগঞ্জ উপজেলার গোপালপুর শেখেরহাট গ্রামের মোজাহার শেখের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ ডিসেম্বর মোবাইল ফোনে কল দিয়ে নির্যাতিতা কিশোরীকে বাড়ির পেছনে আসতে বলেন মিঠুন শেখ। ওই কিশোরী সেখানে যাওয়ামাত্রই মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পুকুরপাড়ে ফেলে যান তিনি।

এ ঘটনায় পরদিন তারাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতার বাবা। মামলার তদন্ত শেষে চলতি বছরের ২৯ মে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরবর্তীতে ৩০ আগস্ট মামলার চার্জশিট গ্রহণ করে বিচার কার্যক্রম শুরু করে ট্রাইব্যুনাল। বিচার প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় দেন।