২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৭:৫৫:৪২ অপরাহ্ন


মারাদোনা নিয়ে গান গেয়ে মেসিদের উৎসাহ দিচ্ছেন সমর্থকরা
আব্দুল্লাহ্ সাদাত:
  • আপডেট করা হয়েছে : ২৬-১১-২০২২
মারাদোনা নিয়ে গান গেয়ে মেসিদের উৎসাহ দিচ্ছেন সমর্থকরা মারাদোনা নিয়ে গান গেয়ে মেসিদের উৎসাহ দিচ্ছেন সমর্থকরা


আর্জেন্টিনার তিন যুবক এসেছেন বুয়েনস আয়ার্স থেকে। প্রথম ম্যাচ তাঁরা দেখতে পারেননি কাতারে পৌঁছাতে পারেননি বলে। দোহা বিমান বন্দরে এসে খবর পেলেন তাঁদের দল হেরে গেছেন। ওই তিন যুবকের পরনে মেসি লেখা টি শার্ট।

অথচ ব্যাগে করে নিয়ে এনেছেন মারাদোনা লেখা বিরাট একটা টিফো। কাতার বিশ্ববিদ্যালয় মাঠে দলের প্র্যাকটিস দেখতে এসে তারা ব্যাগ থেকে বের সেটা মেলে দিল। তাতে লেখা, দিয়েগো তোমায় আমরা কোনও দিন ভুলব না। তোমার কাছে আমাদের অনুরোধ তুমি আমাদের ফুটবলের পুরনো ঐতিহ্য ফিরিয়ে দাও।

মেক্সিকোর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগে আর্জেন্টিনা শিবিরে টেনশন উধাও। মেসিদের অনুশীলনে দেখে বোঝা যায়নি তাঁরা গত ম্যাচে হেরে গিয়েছে। বরং ঘুরে দাঁড়াতে প্রস্তুত টিম মেসি।

আর্জেন্টিনা থেকে আসা এক যুবক যেমন একটি ছবি এঁকেছেন। সেখানে তিনি দেখিয়েছেন মেসি কোপা আমেরিকা জয়ের পরে রোনাল্ডো ও নেমার নাকি বন্ধু মেসিকে বলেছেন এবার তোর বিশ্বকাপ নেওয়ার পালা। ছবিতে দেখা যাচ্ছে মেসির সাফল্য কামনায় বাকি দুই মহাতারকা গদগদ।

চোট নিয়ে যে মেসি ও তাঁর কোচ স্কালোনির কোনও চিন্তা নেই পরিষ্কার বোঝা গিয়েছে।

মেক্সিকো ম্যাচ মেসিদের কাছে মরণ বাঁচন খেলা। জিততেই হবে, নাহলে বিদায় নিতে হবে তাদের। কোচ তাই বারবার ছেলেদের সতর্ক করছেন যতটা পারো হালকা থাক।

আর্জেন্টিনা সমর্থকরা যে খুব চিন্তায় আছেন তাও নয়। তাঁরা দলের পাশে আছে। তবে এদিন প্র্যাকটিসেও দেখা গিয়েছে তাঁরা মারাদোনা নিয়ে গান গেয়ে দলের ফুটবলারদের উদ্দীপ্ত করছেন।