২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:০৯:০০ পূর্বাহ্ন


পেঁয়াজের রস আপনার চুল পড়া রোধ করবে
ফারহানা জেরিন
  • আপডেট করা হয়েছে : ২৯-১১-২০২২
পেঁয়াজের রস আপনার চুল পড়া রোধ করবে ফাইল ফটো


পেঁয়াজের রস যে চুলপড়াকে রোধ করে তা কমবেশি অনেকেই জানেন৷ তবে সবাই যে ভুলটা করেন কেবল পেঁয়াজের রস বের করে নিয়ে টাকের জায়গায় বা কম চুলের জায়গায় ঘষে নেন৷ কিন্তু এই একই জিনিস যদি আপনি একটি প্যাকের মতো করে ব্যবহার করতে পারেন তাহলে চুলপড়া এবং টাকের সমস্যা পুরোপুরি দূর হবে৷ পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে নিনি আরও কয়েকটা জিনিস৷ তারপর চুলে লাগান৷

কয়েক মাস এই পদ্ধতি অনুসরণ করলে আপনি আশানুরূপ ফল পাবেন৷

একটি মাঝারি পেঁয়াজ নিয়ে, খোসা ছাড়িয়ে ভালো করে কুচিয়ে নিন৷ তারপর সেটাকে ব্লেন্ড করে নিন৷ একটি পাতলা কাপড়ে পেঁয়াজটাকে নিয়ে ভালো করে চিপে রস বের করে নিন৷

যে পাত্রে রসটি রেখেছেন সেটা একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে রাখুন৷ এবার একটি প্যানে দুই চামচ নারকেল তেল গরম করে নিন৷ ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷

তেলের মধ্যে এক চামচ অবিভ ওয়েল দিয়ে আরেকটু গরম করে নিন৷ গ্যাস থেকে প্যান নামিয়ে নিয়ে ঠাণ্ডা হওয়ার জন্য অপেক্ষা করুন৷

পেঁয়াজের রসের সঙ্গে এই তেল মিশিয়ে নিন৷ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দিন৷ এতে পেঁয়াজের উদ্র গন্ধ চলে যাবে৷

এবার চুলের জট ছাড়িয়ে নরম ব্রাশ দিয়ে মাথার তালু থেকে চুলে লাগান৷ পুরো চুলে নাও লাগাতে পারেন৷

লাগানো হয়ে গেলে কয়েক মিনিট আঙুল দিয়ে মাসাজ করতে থাকুন৷ মাসাজ হয়ে গেলে এক ঘণ্টা অপেক্ষা করুন৷

এরপর ভালো করে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন৷ শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার লাগাবেন৷