২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:১৭:২৬ পূর্বাহ্ন


ভারতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ৩০-১১-২০২২
ভারতে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু ফাইল ফটো


ভারতের উত্তরপ্রদেশের ফিরোজাবাদে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন শিশুসহ একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। কারখানাসংলগ্ন ভবনের নিচতলায় বসবাস করতেন তারা।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যার ওই অগ্নিকাণ্ডে পরিবারটির আরও তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফিরোজাবাদের পুলিশ সুপার আশিষ তিওয়ারি জানান, একটি ইনভার্টার কারখানায় আগুন লাগে, যা দ্রুতই ওপরের তলায় ছড়িয়ে পড়ে, যেখানে পরিবারটি থাকত। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

শট সার্কিট থেকে কারখানায় আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের আসল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।  

অগ্নিকাণ্ডে প্রাণহানির এ ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুই লাখ রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন।