২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ১১:১২:০২ পূর্বাহ্ন


সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: আইজিপি
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৩-১২-২০২২
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: আইজিপি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে: আইজিপি


বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখছি আমরা। সে স্বপ্ন পূরণে কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কর্মরত পুলিশ সদস্যের কৃতি সন্তানদের ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২২’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, ‘নিজের মধ্যে দেশপ্রেম থাকলে দেশের বাইরে থাকলেও দেশের জন্য নিবেদিত হয়ে দায়িত্ব পালন করা যায়। দেশ যদি উন্নত হয়, সমৃদ্ধ হয়, তাহলে তোমাদের সাফল্য, মা-বাবার কষ্ট সফল হবে। তোমরা ভালো রেজাল্ট করে মা-বাবার মুখ যেমন উজ্জ্বল করেছো, তেমনই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রেও তোমাদের সচেষ্ট থাকতে হবে। তোমাদের জ্ঞান শুধু পাঠ্য বইয়ে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন ধরনের বই পড়তে হবে।’

তিনি বলেন, ‘ডিজিটালাইজেশনের কারণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে। মোবাইল ফোন দিয়ে অনেক কিছু জানার প্রয়োজন রয়েছে। আমরা ডিজিটাল ডিভাইস অবশ্যই ব্যবহার করবো। কিন্তু এর মধ্যে হারিয়ে যাবো না।’

আইজিপি আরও বলেন, ‘জীবনে ব্যর্থতা আসতে পারে। সব কাজে সফলতা আসবে এমন নয়। এ জন্য দমে যাওয়ার কোনও সুযোগ নেই। নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আমরা ব্যর্থতার গ্লানি নিয়ে বেঁচে থাকতে চাই না, আমরা সফল হতে চাই।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন কৃতি সন্তান হিসেবে তোমাদের সে স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।’

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার (এআইজি) মো. সোহেল রানা। কৃতি শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডিশনাল ডিআইজি শাহীনা আমীন এবং ডিএমপির এডিসি এ বি এম জাকির হোসেন, বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী মো. আবুল হাসনাত ও নাজিয়া মুমতাহিনা এবং এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের অধিকারী মল্লিক ফাইজ ইসলাম মিহান ও ফারজানা হক প্রমি। অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।