০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:১৮:০৪ অপরাহ্ন


চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৪-১২-২০২২
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন ফাইল ফটো


চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁওয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে মোহাম্মদ হাসান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে চান্দগাঁও থানাধীন পূর্ব-মোহরা কালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হাসানের বন্ধু মিলাদকে (২২) আটক করেছে। নিহত হাসান ওই এলাকার কাজীরপাড়ার মৃত হানিফের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মুনিবুর রহমান শনিবার রাত পৌনে ১২টার দিকে জাগো নিউজকে বলেন, কালুরঘাটে ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় হামলাকারী যুবক মিলাদকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, কথা কাটাকাটির একপর্যায়ে এক বন্ধু আরেক বন্ধুকে ছুরিকাঘাত করে। ছুরিকাহত হাসানকে বিকেল সাড়ে ৩টার দিকে হাসপাতালের ইমার্জেন্সি কেয়ারে নেয়া হয়। দ্রুত চিকিৎসকরা তাকে ২৪নং সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।