০৩ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার, ০৭:৪৯:১৮ অপরাহ্ন


প্রেমিকার অনত্র বিয়ে হওয়ায় মাথায় গুলি করে আত্মহত্যা করলো প্রেমিক
সুমাইয়া তাবাসুম:
  • আপডেট করা হয়েছে : ০৯-১২-২০২২
প্রেমিকার অনত্র বিয়ে হওয়ায় মাথায় গুলি করে আত্মহত্যা করলো প্রেমিক প্রেমিকার অনত্র বিয়ে হওয়ায় মাথায় গুলি করে আত্মহত্যা করলো প্রেমিক


প্রেমিকার অনত্র বিয়ে হওয়ায় মাথায় গুলি করে আত্মহত্যা করেছে যশ ব্যাস (১৭) নামের এক প্রেমিক। সেই  আত্মহত্যার দৃশ্য ভিডিও সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। 

বৃহস্পতিবার রাজস্থানের ভিলওয়াড়া জেলার মহাত্মা গান্ধী হাসপাতাল চত্বরের ভিতরে এ ঘটনা ঘটে। 

শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। 

জানা গেছে, মৃত কিশোরের সঙ্গে সম্পর্ক ছিল একই স্কুলের এক কিশোরী ছাত্রীর সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে বিয়ে হয় প্রেমিকার। এরপর থেকেই অত্যন্ত মনমরা হয়ে থাকত যশ। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে আত্মহত্যা করার আগে এই ব্যাপারে একটি স্ট্যাটাসও শেয়ার করেছিল যশ। যা থেকে স্পষ্ট, প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়া একেবারেই মেনে নিতে পারেনি সে।

বৃহস্পতিবার রাতে হাসপাতালে চত্বরে ঢুকে নিজের মাথায় গুলি করে যশ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে উদয়পুরে স্থানান্তর করা হয়। সেখানেই শুক্রবার সকালে তার মৃত্যু হয়। 

ময়নাতদন্তের পর কিশোরের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।