১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ০১:১৮:৫৯ পূর্বাহ্ন


কুইন্সল্যান্ডে সংঘর্ষ, গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী সহ মৃত ৬
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৩-১২-২০২২
কুইন্সল্যান্ডে সংঘর্ষ, গুলির লড়াইয়ে দুই পুলিশকর্মী সহ মৃত ৬ ফাইল ফটো


অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশে সংঘর্ষ। গুলির লড়াইয়ে মৃত দুই পুলিশকর্মী সহ ৬ জন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকবাজদের সঙ্গে পুলিশের লড়াইয়ে হামলাকারীরাও খতম বলে জানা গেছে।

এএফপি সূত্রে খবর, সোমবার এক নিখোঁজ ব্যক্তির সন্ধানে ওইয়ামবিলা টাউনের একটি বাড়িতে যান দুই পুলিশকর্মী।

কুইন্সল্যান্ড পুলিশ ইউনিয়নের তরফে জানানো হয়েছে, দুই পুলিশকর্মী ওই বাড়িতে প্রবেশ করতেই গুলিবৃষ্টি শুরু হয়। ঠান্ডা মাথায় দুই পুলিশকর্মীকে খুন করা হয়েছে। নিহত পুলিশ অফিসারদের একজন ২৬ বছরের র‌্যাচেল ম্যাক্রো। অন্যজন বছর ঊনত্রিশের ম্যাথিউ আর্নল্ড। সদ্যই পুলিশে চাকরি পেয়েছিলেন দু'‌জন।

জানা গেছে ১৬ জনের একটি পুলিশদল সহকর্মীদের বাঁচানোর চেষ্টা চালায়। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে সেই চেষ্টা বিফল হয়। বন্দুকবাজদের কাছে প্রচুর হাতিয়ার ছিল। জানা গিয়েছে, ওইয়ামবিলা টাউনের বাড়িতে তিনজন দুষ্কৃতী লুকিয়ে ছিল। দুই পুলিশকর্মীকে দেখেই গুলি চালাতে শুরু করে তারা। পরে পুলিশের বিশেষ বাহিনী ও হেলিকপ্টার থেকে অভিযান চালিয়ে তাদের খতম করা হয়। নিহতদের দু'জন পুরুষ, একজন মহিলা। এছাড়া, এক পথচারীরও মৃত্যু হয়েছে।