২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:৫৫:০২ অপরাহ্ন


‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা’
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৯-১২-২০২২
‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা’ ‘বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা’


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে দূতাবাস চালুর আগ্রহ দেখিয়েছে আর্জেন্টিনা। ভবিষ্যতে আমাদের দেশে আর্জেন্টিনার দূতাবাস হবে বলে আশা করছি। তাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে গত বছর সাক্ষাৎ হয়েছিল। আমি তাকে বলেছিলাম-আমাদের দেশে আর্জেন্টিনার বড় সমর্থক রয়েছে।’

রোববার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট নগরের কুমারপাড়া এলাকায় আর্ট অ্যান্ড অটিস্টিক স্কুলে আয়োজিত বিশেষ শিশুদের আঁকা চিত্রপ্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

দূতাবাস হলে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আসবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘দূতাবাস স্থাপন করা হলে তাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্যের অনেক সুযোগ আসবে। এ জন্য কিছু আনুষঙ্গিক কাজ আছে, যেগুলো করতে হবে।’

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশের প্রতিভাবান ফুটবলারদের আর্জেন্টিনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু আর্জেন্টিনায় নয়, ব্রাজিলসহ কিছু দেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।’

আরো ড়ুন: বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছুঁলেন মেসি

ফুটবল খেলতে ভালবাসি

এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মো. মজিবর রহমাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।