২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৪:৫৫:৩৯ অপরাহ্ন


সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১ সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় উল্টে গেল বাস, নিহত ১


সিরাজগঞ্জের কড্ডা লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কায় বাস উল্টে সুপারভাইজার নিহত হয়েছেন। এ সময় ২১ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরে কড্ডার মোড়ে লেভেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাবুল। তিনি ওই বাসের সুপারভাইজার ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন আলম বলেন, ভোরে ঠাকুরগাঁও থেকে মুন্সিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস কড্ডার মোড়ে লেভেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে রাজশাহীগামী ‘পদ্মা এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ওই বাসের ধাক্কা লাগে। এতে ওই বাসের ২১ যাত্রী আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে বাসের সুপারভাইজার বাবুল মারা যায়। অন্য আহতদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানায়, কড্ডার মোড় লেভেল ক্রসিংয়ের গেটম্যান ব্যারিকেডটি না দেয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।