২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৩:০৯:৪৪ পূর্বাহ্ন


পত্নীতলায় গণগবেষণা সম্মেলন অনুষ্ঠিত
শামীম আক্তার চৌধুরী প্রিন্স, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৯-১২-২০২২
পত্নীতলায় গণগবেষণা সম্মেলন অনুষ্ঠিত পত্নীতলায় গণগবেষণা সম্মেলন অনুষ্ঠিত


পত্নীতলায় উপজেলা গণগবষণা ফোরাম এর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চল এর সহযোগীতায় উপজেলার ১৫১টি গণগবেষণা সমিতির দ্বিতীয় গণগবেষক সম্মেলন বৃহস্পতিবার নজিপুর জেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত হয়েছে। 

“সংগঠিত মানুষ-সামাজিক পুঁজি; স্থানীয় সমস্যার সমাধাণ নিজেরাই খুঁজি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে গণগবেষণা সম্মেলনের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ও গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট ড. বদিউল আলম মজুমদার।

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পত্নীতলা এলাকা রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী আছির উদ্দীন এর সঞ্চালনা বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা সুজন উপজেলা ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, সুজন উপজেলা সাঃসম্পাদক জয়নাল আবেদীন।

এসময় উপজেলা গণগবেষণা সমিতির সদস্যদের ভোটে উপজেলা ফোরাম নির্বাচনে ১১ সদস্য বিশিষ্ট্য কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শাহিনুর রহমান ও সাঃসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মিলন কুমার মন্ডল।