২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৬:৩৯:১১ পূর্বাহ্ন


সোনারগাঁও এ চোরচক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার,বিপুল পরিমাণ মোবাইল জব্দ
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ০১-০১-২০২৩
সোনারগাঁও এ চোরচক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার,বিপুল পরিমাণ মোবাইল জব্দ সোনারগাঁও এ চোরচক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার,বিপুল পরিমাণ মোবাইল জব্দ


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও এলাকা হতে মোবাইল চোরচক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে ২০২ টি চোরাই মোবাইল, ৪৯৮ টি ব্যাটারী এবং নগদ ১৭,৫২০/- টাকা জব্দ করা হয়।

শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত চোরচক্রের সক্রিয় সদস্যরা হলো: নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভাদুরীভিটা এলাকার এসএম রান ‘র ছেলে মোঃ জাহিদ হাসান পারভেজ (৩৯), একই থানার হানছাদী এলাকার মোঃ হেলাল উদ্দিনের ছেলে  মোঃ নবীর হোসেন (৩৫), চাঁদপুর জেলার  চাঁদপুর সদর থানার -রামদাসদী গ্রামের মৃত আঃ রহমান গাজীর ছেলে মোঃ সবুজ গাজী (৩৬) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানার বানিয়াজান এলাকার হাজী মোঃ মাহাবুব আলম খানের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম খান (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই এবং ছিনতাইকৃত মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।