১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৭:৫৯:৪৬ পূর্বাহ্ন


যে ব্যক্তি অবশ্যই জান্নাতি
ধর্ম ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০১-২০২৩
যে ব্যক্তি অবশ্যই জান্নাতি ফাইল ফটো


যে ব্যক্তির দ্বারা ৪টি কাজ একই দিনে সংঘটিত হবে সে অবশ্যই জান্নাতি। এমনটি বলেছেন স্বয়ং নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কে সেই ব্যক্তি? জান্নাত সুনিশ্চিত হওয়ার জন্য এ কাজগুলোই বা কী?

হাদিসে পাকে এটিকে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর গুণ শিরোনামে উল্লেখ করা হয়েছে। কাজ ৪টি হলো- রোজা রাখা, জানাজায় অংশগ্রহণ করা, মিসকিনকে খাবার দেওয়া এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। কোনো ব্যক্তি যদি এ কাজগুলোয় এক দিনে অংশগ্রহণ করে, সে অবশ্যই জান্নাতে যাবে। বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিমে বিষয়গুলো এভাবে তুলে ধরা হয়েছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম (রোজা) পালনকারী? আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, আমি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আজ তোমাদের মাঝে কে একটা জানাজাকে অনুকরণ (অংশগ্রহণ) করেছো? আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, আমি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের মাঝে কে একজন মিসকীনকে আজ খাবার দিয়েছো? আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, আমি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমাদের মাঝে কে আজ একজন অসুস্থকে দেখতে গিয়েছো? আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) বললেন, আমি। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যার মধ্যে এ কাজগুলোর সংমিশ্রণ ঘটেছে সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে।’ (মুসলিম ১০২৮)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের বর্ণনা অনুযায়ী একই দিনে নিজেদের মধ্যে এসব কাজের সংমিশ্রন ঘটানোর মাধ্যমে জান্নাতি হওয়া।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের অনুসরণে এসব আমলে নিজেদের নিয়োজিত রাখার তাওফিক দান করুন। আমিন।