২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৩:২৯:২১ অপরাহ্ন


অল্প খরচে হেলমেট দিয়েই করা যাবে ব্রেইন স্ক্যান
শ্বেতা আলম
  • আপডেট করা হয়েছে : ১২-০২-২০২২
অল্প খরচে হেলমেট দিয়েই করা যাবে ব্রেইন স্ক্যান ফাইল ফটো


এবার এমআরআই যন্ত্রের দ্বিগুণ গতিতে অল্প খরচে হেলমেট দিয়েই করা যাবে ব্রেইন স্ক্যান। আমেরিকার বস্টন বিশ্ববিদ্যালয়ের ফোটোনিক্স সেন্টারের প্রযুক্তি বিশারদরা বানিয়েছেন এমন হেলমেট। সূত্র আনন্দবাজার।

গত শুক্রবার এই হেলমেট উদ্ভাবনের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা পত্রিকা ‘অ্যাডভান্সড মেটিরিয়াল্‌স’-এ।

মস্তিষ্কের স্ক্যান করার জন্য হেলমেটটি প্লাস্টিক ও তামা দিয়ে তৈরি। প্লাস্টিক টিউবকে চার পাশ থেকে তামায় জড়িয়ে বানানো হয়েছে এটি। এর মাধ্যমে মস্তিষ্কের স্ক্যানিং করা যাবে অনেক সহজে এবং অল্প সময়ে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, এই পদ্ধতিতে তোলা মস্তিষ্কের ভেতরের বিভিন্ন অংশের ছবি হবে আরও ঝকঝকে, গভীরতর ও নিখুঁত।

রাজশাহীর সময় / এফ কে