২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:০৬:৩০ অপরাহ্ন


পেলের পর ইতালিয়ান নক্ষত্রের পতন
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০১-২০২৩
পেলের পর ইতালিয়ান নক্ষত্রের পতন জানলুকা ভিয়াল্লি


ফুটবল দুনিয়ার ফের নক্ষত্রের পতন। ব্রাজিল কিংবদন্তী পেলের রেশ কাটতে না কাটতে, এবার চলে গেলেন ইতালির সাবেক তারকা ফুটবলার জানলুকা ভিয়াল্লি। শুক্রবার ( জানুয়ারি) লন্ডনে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর

২০১৭ সালে প্রথমবার অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয় ভিয়াল্লির। তিন বছর ক্যানসারের চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে ওঠেন তিনি, গত বছর আবারও ক্যানসার ধরা পরলে ইতালির সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান এ তারকা। স্বাস্থ্যের প্রতি নজর দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি

চেলসির কোচের দায়িত্ব নেয়ার আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মধ্যে ব্লুজের হয়ে ৮৮টি খেলায় ৪০টি গোল করেন ফরোয়ার্ড। জেতেন ৩টি শিরোপা। এর আগে ইতালির ঘরোয়া লিগে সাম্পাদোরিয়া ইউভেন্তাসের হয়ে খেলেছেন। দুটি দলের হয়েই লিগ জিতেছেন

ইউভেন্তাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তারকা। জাতীয় দলের জার্সিতে ৫৯ ম্যাচে ১৬টি গোল রয়েছে ইতালিয়ান তারকা ভিয়াল্লির। ক্লাবগুলোর হয়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলে তিনি তা দেখাতে পারেননি