রাজশাহী মহানগরীতে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ হামিদুল হক রাজা (৬৩) নামের মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শনিবার (১৪ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে ৯.০৪২ কেজি গাঁজা ও নগদ ৩৪০০টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ হামিদুল হক রাজা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার মনমথ গ্রামের মৃত রজদ আলীর ছেলে।
শনিবার রাতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেদ জানা যায়, মহানগরী বোয়ালিয়া থানাধীন উপশহর (১নং সেক্টর) পশু হাসপাতালের পশ্চিম জনৈক মোঃ তোফাজ্জল হোসেনের ভাড়া দেওয়া একতলা বাড়িতে কয়েকজন মাদক কারবারি অবস্থান করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাড়ির ভিতর প্রবেশ করে র্যাব সদস্যরা। এ সময় ঘরের মধ্যে থাকা দুই জন ব্যক্তি পালানোর চেষ্টা কালে এক জনকে হাতে নাতে আটক করে র্যাব। তবে অপর একজন ঘরের অন্যরুমের পেছনের দরজা খুলে দৌড়ে পালাইয়া যায়।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারিদের বিরুদ্ধে মহানগরীর বোয়ালিয়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র্যাব।