১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:৫৮:৫৩ অপরাহ্ন


গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাঙচুর
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২৩
গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাঙচুর গাজীপুরে ট্রাকচাপায় নিরাপত্তাকর্মী নিহত, অগ্নিসংযোগ-ভাঙচুর


গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় আজাদুল হক (৪০) নামে পোশাক কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

রোববার (২২ জানুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় এবং অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করে। 

নিহত আজাদুল হক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোয়ালপাড়া এলাকার আরব আলীর ছেলে। তিনি চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স পোশাক কারখানার নিরাপত্তাকর্মী ছিলেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় সকালের দিকে কাজে যাচ্ছিলেন নিরাপত্তাকর্মী আজাদুল হক। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় আহত হন আরও তিন শ্রমিক। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর করেন। এতে ওই মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। বেলা ১১টায় এ রিপোর্ট  লেখা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। 

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ওই ট্রাকচালক কৌশলে পালিয়ে যান। বিক্ষুব্ধ শ্রমিকরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। এলাকাবাসীর সহায়তায় ট্রাকটির আগুন পরে নেভানো হয়েছে। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।