২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০৯:২১:৪০ অপরাহ্ন


নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৮-০১-২০২৩
নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানালেন সেনাপ্রধান ফাইল ফটো


নতুন ক্যাডেটদের সুনাগরিক হওয়ার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আজ শুক্রবার ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি ক্যাডেটদের প্রতি এ আহ্বান জানান।

ওই অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ক্যাডেট কলেজ ক্যাডেটদের জন্য একটা বড় সুযোগ। এখানে সবাই সুযোগ পায় না, তোমরা সেই সুযোগ পেয়েছ। সরকার ক্যাডেটদের জন্য প্রচুর অর্থ খরচ করে। এ সুযোগটাকে তোমাদের কাজে লাগাতে হবে। কেননা এটা জীবনের মূল এবং গুরুত্বপূর্ণ সময়। তোমরাই আগামীর বাংলাদেশ গড়ার দায়িত্ব নেবে। কাজেই তোমাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

শুক্রবার সকালে ঝিনাইদহ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৩তম পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সেনাপ্রধান ঝিনাইদহ ক্যাডেটের প্রাক্তন শিক্ষার্থী। এ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি তাঁর বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণাও করেন।