২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:৪৪:৩৩ পূর্বাহ্ন


ভালোবাসা দিবস: রাবি প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২২
ভালোবাসা দিবস:  রাবি প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল ভালোবাসা দিবস: রাবি প্রেমবঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল


বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে প্রেমের সুষ্ঠু বণ্টনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেমবঞ্চিত সংঘ। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। 

ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি আবার পরিবহন মার্কেট চত্বরে সমাবেশে মিলিত হয়। এ সময় সংগঠনটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাজী মোহাম্মাদ নোমান এবং সাধারণ সম্পাদক  ইহতেশামুল হক ইবনুরের নেতৃত্বে বিক্ষোভে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভ শেষে সংগঠনের সভাপতি কাজী মোহাম্মদ নোমান বলেন, যারা প্রেমবঞ্চিত তারা একাকিত্বে আত্মহত্যার পথ বেছে নেই। তাদের রক্ষার জন্য একটা সংগঠন থাকা চাই। আর সেটা হলো প্রেমবঞ্চিত সংঘ। আমরা এই দিবসে ভালোবাসাকে স্মরণ রাখতে বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, দুস্থদের খাবারের ব্যবস্থা করেছি।

প্রেমবঞ্চিত সংঘের এক সদস্য জানান, বর্তমানে ভালোবাসার নামে নোংরা কাজ হচ্ছে। সেটা আমরা চাই না। আমরা চাই প্রকৃতির সব প্রাণী সমান ভালোবাসা পাবে। আমরা বিশ্বব্যাপী প্রেমের সুষ্ঠু বণ্টন ছড়িয়ে দিতে চাই।

রাজশাহীর সময় / এফ কে