খুলনা মহানগরীর নিউমার্কেট এলাকায় বাসচাপায় আশিকুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (১ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আশিকুর রহমান নগরীর আড়ংঘাটা এলাকার বাসিন্দা। তিনি নগরীর বিএল কলেজ গেটের ‘গ্রাজুয়েট বুক কর্নারে’র মালিক।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বুধবার দুপুরের দিকে বিএল কলেজের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একই পাশে মোটরসাইকেলে আশিকুর রহমান খুলনার দিকে যাচ্ছিলেন। নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।