২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৪:২৪:১৭ অপরাহ্ন


চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৩
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক ফাইল ফটো


দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ফিরোজ কবির (৩৫) নামের এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিরামপুর রেলস্টেশন প্ল্যাটফর্মের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।

ফিরোজ কবির বিরামপুর পৌরশহরের শাহিনপুকুর এলাকার ফুল মিয়ার ছেলে।

জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির দিকে যাচ্ছিলো। প্ল্যাটফর্ম ছাড়ার কিছুক্ষণ পর ট্রেনে ওঠার চেষ্টা করেন ফিরোজ। ট্রেনের দরজায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে পিছলে তিনি লাইনের ওপর পড়ে যান। এসময় তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

বিরামপুর রেলওয়ের স্টেশন মাস্টার আনন্দ চক্রবর্তী জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর প্লাটফরমে দাঁড়িয়ে ছিল। চিলাহাটি রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যে ওই যুবক ট্রেনে উঠার চেষ্টা করেন। এসময় পিছলে লাইনের ওপর পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়।