২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০৮:১৪:৪৪ পূর্বাহ্ন


ভ্যানচালককে কুপিয়ে মৃত ভেবে সরিষা ক্ষেতে ফেলে ভ্যান ছিনতাই
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ০৫-০২-২০২৩
ভ্যানচালককে কুপিয়ে মৃত ভেবে সরিষা ক্ষেতে ফেলে ভ্যান ছিনতাই পুঠিয়ায় ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাই


রাজশাহীর পুঠিয়ায় রেজাউল করিম (৪০) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত ভেবে সরিষার জমিতে ফেলে ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে পুঠিয়ার ম্যাচপাড়া বিলের মধ্যে একটি সরিষার ক্ষেত থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

আহত ওই ভ্যানচালকের বাড়ি নাটোরের সদর উপজেলার জালালাবাদ এলাকার নোয়াখালী পাড়ায়।

রেজাউলের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে তিনি ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে গভীর রাতেও বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করে তার পরিবারের লোকজন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে পুঠিয়ার ম্যাচপাড়া গ্রামের লোকজন কাজের জন্য বিলে গেলে রেজাউলকে মুমূর্ষু অবস্থায় দেখতে পেয়ে পুঠিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেকে) পাঠায়।

পুলিশ জানিয়েছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। শরীরে জখমের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক হোসেন বলেন, ভ্যান ছিনতাই করতে ভ্যানচালক রেজাউলকে কুপিয়ে মৃত ভেবে একটি সরিষার ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।