২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ১২:১৬:২৩ পূর্বাহ্ন


কনকনে ঠান্ডায় রোজ গোসল না করলে হতে পারে বড় বিপদ
ফারহানা জেরিন এলমা
  • আপডেট করা হয়েছে : ২২-০১-২০২২
কনকনে ঠান্ডায় রোজ গোসল না করলে হতে পারে বড় বিপদ ফাইল ফটো


মানবদেহ পরিষ্কার ও সতেজ রাখতে সকল মানুষই প্রতিদিন ভালো করে স্নান করে থাকে। তবে গরম কালে স্নান করার মধ্যে দিয়ে যে আরাম অনুভব করে মানুষ শীতকালে সেই ধারনাতেই যেন আমূল বদল আসে অনেকের ক্ষেত্রে। যার প্রভাবে একটু কনকনে শীত পড়লেই কার্যত দৈনন্দিন জীবনের রুটিং থেকে বাদ দিয়ে দেওয়া হয় স্নান করার মতো গুরুত্বপূর্ণ জিনিসটিকেই। তবে শীতকালে শুধুমাত্র ইচ্ছাকৃত ভাবেই নয় বরং অনেক এমন মানুষও রয়েছেন যারা রীতিমতো কাজের চাপে অনেকসময় স্নান না করেই কাটিয়ে দেন। 

তবে এই স্নান না করে থাকা কি সত্যিই মানবদেহের জন্য ভালো নাকি এর কোন খারাপ প্রভাব ও রয়েছে? যদিও এই সম্পর্কেই সম্প্রতি 'টুয়েন্টি টু ওয়ার্ডস' জার্নালে প্রকাশিত হওয়া গবেষণা থেকে উঠে আসছে এর ক্ষতির দিকটিই। বিশেষজ্ঞরা জানাচ্ছেন দীর্ঘদিন নয় বরং দুদিন টানা না স্নান করলেই মানবদেহে পড়তে পারে এর মারাত্মক কু-প্রভাব। কাজেই স্নান না করে থাকার আগে জেনে নিন মানবদেহে এর প্রভাব ঠিক কতটা। 

মানবদেহে প্রায় ১০০০ এর ও বেশী ধরনের ভিন্ন ভিন্ন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দেখতে পাওয়া যায়। এর মধ্যে অনেক ব্যাকটেরিয়া শরীরের জন্য উপকারী হলেও এমন ব্যাকটেরিয়াও রয়েছে যেগুলি শরীরের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলে। আর এই ক্ষতিকারক ব্যাক্টেরিয়া গুলি শরীর থেকে ধুয়ে ফেলতেই গুরুত্বপূর্ন ভূমিকা রাখে সাবান।

আর সেই কারনেই স্নান করার সময় সাবান ব্যবহার করা হয়ে থাকে যাতে ক্ষতিকারক ব্যাক্টেরিয়াগুলি শরীর থেকে ধুয়ে যায়। কিন্তু স্নান না করলে এবং সাবান না মাখলে সেই ব্যাকটেরিয়া গুলি শরীরে থেকে যাওয়ার ফলে শারীরিক নানা সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পায়। 

ব্যাকটেরিয়ার কারনেই শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয়। আর স্নান না করলে সেই ব্যাকটেরিয়া শরীরে আরো বেশী অবস্থান করায় দুর্গন্ধের মাত্রা আরো বৃদ্ধি পায়। 

ব্যাকটেরিয়া গুলি নাক বা মুখ দিয়ে প্রবেশ করলে তা শরীরের জন্য নানা সমস্যা বয়ে নিয়ে আসতে পারে। 

প্রত্যহ স্নান না করলে সৃষ্টি হয় বিভিন্ন চর্ম রোগের ও। 

বিশেষ করে শীতকালে স্নান না করলে চুলকানি বা র‍্যাশের মতো সমস্যার বৃদ্ধি পায় অনেকটাই। এর কারন দীর্ঘক্ষণ একই গরম জামা কাপড় পরে থাকায় তা থেকে শরীরে ফাঙ্গাস ঘটিত রোগ সৃষ্টি হয়। আর নিয়মিত স্নান করলে সেই সমস্যা গুলি দূর হয়। কিন্তু স্নান না করলে সেখান থেকেই চুলকানির মতো সমস্যার সৃষ্টি হয়। 

কাজেই শীতকালে বা যেকোন সময়ই শরীরকে সুস্থ রাখতে হলে স্নান বন্ধ করা কখনোই উচিৎ নয়। তবে বিশেষজ্ঞদের মতে স্নান যদি নাও করা হয় সেক্ষেত্রে মুখ, কুচকি ও বগল প্রতিদিন ভালো ভাবে সাবান দিয়ে ধুতেই হবে। এর কারন মুখের মধ্যে দিয়ে ব্যাকটেরিয়া  ঢোকা রোধ করা এবং বগল ও কুচকির স্থানের অত্যাধিক ব্যাকটেরিয়া গুলি ধুয়ে ফেলা। এতে করে কিছুটা হলেও স্নান না করার সমস্যা দূর হতে পারে।

রাজশাহীর সময় /এএইচ