২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৯:২৯:৫৭ অপরাহ্ন


এইচএসসির ফলাফলে এগিয়ে রাজশাহীতে মেয়েরা
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০৮-০২-২০২৩
এইচএসসির ফলাফলে এগিয়ে রাজশাহীতে মেয়েরা এইচএসসির ফলাফলে এগিয়ে রাজশাহীতে মেয়েরা


রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাশের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী। পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা।

বুধবার (৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে এইচএসসির ফলাফল ঘোষণা করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম। তিনি জানান, এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী এবারে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী।

তিনি জানান, পাশ ও জিপিএ-৫ প্রাপ্তের দিক থেকে এবারও ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাশের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছেলেরা পাশ করেছে ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৭ ছাত্রী এবং ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৯৮ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে আট জেলার এবার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করেনি।