১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৬:৫৬:২৮ পূর্বাহ্ন


নগরীতে শুরু হয়েছে পৌষ পার্বণ পিঠা মেলা-২০২৩
শেখ মোঃ রুমেল
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৩
নগরীতে শুরু হয়েছে পৌষ পার্বণ পিঠা মেলা-২০২৩ নগরীতে শুরু হয়েছে পৌষ পার্বণ পিঠা মেলা-২০২৩। ছবি- পারভেজ ইসলাম


রাজশাহী নগরীতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী পৌষ পার্বণ পিঠা মেলা। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় নগরীর শাহ্ মখদুম কলেজ মাঠে পিঠা মেলার উদ্বোধন করেন রাজশাহী জেলার অতিরিক্ত বিভাগীয় কমিশনার এ, এন, এম, মঈনুল ইসলাম। 

পিঠা মেলা ৯ ফেব্রুয়ারী সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারী রাত ৮টা পর্যন্ত। এতে ১৯টি পিঠা ঘর অংশগ্রহণ করেছে।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।

বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন শাহ্ মুখদুম কলেজ রাজশাহী’র অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী ইউমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রোজিটি নাজনীন।

পিঠা মেলার আয়োজন করে রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী।