২০ এপ্রিল ২০২৪, শনিবার, ০৫:৫০:০১ পূর্বাহ্ন


প্রতারণা ও জালিয়াতির মামলার ফেরারি আসামি গ্রেফতার
ইব্রাহিম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ১৩-০২-২০২৩
প্রতারণা ও জালিয়াতির মামলার ফেরারি আসামি গ্রেফতার আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৩


প্রতারণ ও জালিয়িতির মামলায়  দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি মোঃ ইব্রাহিম খলিল (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-৩।  রোববার (১২ ফেব্রুয়ারি)  রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতার আসামি মোঃ ইব্রাহিম খলিল কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ফতেহাবাদ (সরকার বাড়ি) এলাকার মো: নুরুল ইসলামের ছেলে।  

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।  

তিনি বলেন, ধৃত আসামী মোঃ ইব্রাহিম খলিলের বিরুদ্ধে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় ২০০৫ সালের একটি সার্টিফিকেট জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। পরে উক্ত মামলায় বিজ্ঞ আদালত ১৮/০২/২০১০ সালে ধৃত আসামীকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করে। এ মামলার রায় ঘোষনার পর থেকে ধৃত আসামী দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবন যাপন করে আসছে।