২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০২:৩৬:৫১ অপরাহ্ন


মার্কিন নিষেধাজ্ঞার রুশ জাহাজ নিষিদ্ধ বাংলাদেশেও
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৪-০২-২০২৩
মার্কিন নিষেধাজ্ঞার রুশ জাহাজ নিষিদ্ধ বাংলাদেশেও ফাইল ফটো


মার্কিন নিষেধাজ্ঞায় থাকা রাশিয়ার জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে রাশিয়ার সাতটি কোম্পানির ৬৯টি মাদার ভেসেল বাংলাদেশের কোনো বন্দরে ভিড়তে পারবে না। এ ছাড়াও পণ্য আমদানি, ফুয়েলিং (জ্বালানি সংগ্রহ), নোঙর বা এই পথ ব্যবহার করে অন্য কোথাও চলাচলও করতে পারবে না রাশিয়ার জাহাজ। এ বিষয়ে নৌ-বাণিজ্য দফতরের রেজিস্ট্রার অব বাংলাদেশ শিপস ক্যাপ্টেন সাব্বির মাহমুদ বলেন, রাশিয়ার যে ৬৯টি মাদার ভেসেলের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে সেসব জাহাজের বাংলাদেশের বন্দরে ভেড়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গত ১৬ জানুয়ারি নিষেধাজ্ঞা জারির ওই চিঠি রাষ্ট্রায়ত্ত শিপিং করপোরেশন, বাণিজ্য মন্ত্রণালয়, পেট্রোবাংলা, নৌবাহিনীর সদর দফতর, কোস্টগার্ডসহ আন্তর্জাতিক জাহাজ পরিষেবা সরবরাহকারীদের সংগঠনকেও জানিয়ে দেওয়া হয়। সমুদ্রসীমায় ভিড়তে নিষেধাজ্ঞা দেওয়া মাদার ভেসেলগুলোর পরিচিতি শনাক্তকরণ (জাহাজের আন্তর্জাতিক আইএমও) নম্বর উল্লেখ করে তালিকাও সরবরাহ করেছে নৌ-বাণিজ্য দফতর। সেখানে তেল পরিবহনকারী অয়েল ট্যাংকার, সাধারণ পণ্যবাহী কার্গো ভেসেল, গাড়ি পরিবহনকারী রো রো ভেসেল, ড্রেজার, টাগসহ বিভিন্ন ক্যাটাগরির জাহাজ রয়েছে।