১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১২:০১:৫৫ পূর্বাহ্ন


রাজশাহী জেলায় পুলিশের অভিযানে আটক -২৫
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২২
রাজশাহী জেলায় পুলিশের অভিযানে আটক -২৫ রাজশাহী জেলায় পুলিশের অভিযানে আটক -২৫


রাজশাহী জেলায় অভিযান চালিয়ে ২৯জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত থেকে শুরু করে বুধবার ভোর পর্যন্ত চলা অভিযানে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম।

অভিযান চলাকারনি সময় থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা ৫জন, তানোর থানা ৩ জন, মোহনপুর থানা ২জন, বাগমারা থানা ৪ জন, দুর্গাপুর থানা ২ জন, পুঠিয়া থানা ১ জন, চারঘাট মডেল থানা ৬ জন ও বাঘা থানা ২ জনকে আটক করে।

যার মধ্যে ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১১ জনকে মাদকদ্রব্যসহ ৭ জনকে অন্যান্য মামলায় গ্রেফতার করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানা পুলিশ মোঃ রাজিব আলী(২১) কে ৩৫গ্রাম গাঁজা, মোঃ সাদেকুল ইসলাম(৪৮) ও  সাজেন পারোয়ার(৬০) কে ১০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ মোঃ মেরাজুল ইসলাম(৩১) কে ৯৫বোতল এ্যালকোহলসহ আটক করে। মোহনপুর থানা পুলিশ মোঃ মাসুদ রানা(৩১) কে ১২লিটার দেশীয় তৈরী চোলাইমদ ও মোঃ আব্দুস সালাম(৫৯) কে ২০লিটার দেশীয় তৈরী চোলাইমদসহ আটক করে। বাগমারা থানা পুলিশ  শ্রী মনিন্দ্রনাথ মালী(৪৫) কে ৫০গ্রাম গাঁজা ও মোঃ রহিদুল ইসলাম(৪৭) কে ০২গ্রাম হেরোইনসহ আটক করে। পুঠিয়া থানা পুলিশ মোঃ রিপন(২৮) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করে। বাঘা থানা পুলিশ মোঃ উজ্জল হোসেন(৩১) কে ১০০গ্রাম হেরোইনসহ আটক করে।

ডিবি পুলিশ রাজশাহী গোদাগাড়ী থানা এলাকা হতে মোঃ কামাল হোসেন(৩৮) কে ৫০গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজশাহীর সময় / এফ কে