২৯ মার্চ ২০২৪, শুক্রবার, ০২:৪৪:৩৭ অপরাহ্ন


ময়মনসিংহে বাবাকে হত্যার পরদিন ছেলে গ্রেফতার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৬-০২-২০২৩
ময়মনসিংহে বাবাকে হত্যার পরদিন ছেলে গ্রেফতার ময়মনসিংহে বাবাকে হত্যার পরদিন ছেলে গ্রেফতার


ময়মনসিংহের সদর উপজেলায় বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আ. মতিনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে ফুলপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা জয়নুদ্দিন। নিহত জয়নুদ্দিনের দুই স্ত্রী। তিনি তার প্রথম স্ত্রীর সন্তান আ. মতিন ও দ্বিতীয় স্ত্রীর সন্তান শাকিবকে ৩০ শতাংশ জমি লিখে দেন। ওই জমির দাগ নম্বর ভুল হওয়ায় তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। ১৪ ফেব্রুয়ারি ভোরে জয়নুদ্দিন ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন। এ সময় আ. মতিন পেছন থেকে দা দিয়ে কোপ দিয়ে হত্যা করে পালিয়ে যান। এরপর থেকে সে পলাতক ছিলেন।

ওসি আরও বলেন, এ ঘটনার নিহতের অপর স্ত্রীর ছেলে শাকিব বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। বুধবার রাতে অভিযান চালিয়ে ফুলপুর উপজেলা থেকে আ. মতিনকে গ্রেফতার করে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।