১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৫:৩০:০৮ পূর্বাহ্ন


পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বনে বিশ্বরেকর্ড
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২৩
পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বনে বিশ্বরেকর্ড পানির নিচে ৪ মিনিট ৬ সেকেন্ডের চুম্বনে বিশ্বরেকর্ড। ছবি- সংগৃহীত


ভালবাসায় ভালবেসে চুম্বন। পানির নিচে সেই চুম্বন যদি হয় একটানা ৪ মিনিট ৬ সেকেন্ড! এমন কথায় অনেকেই হয়তো বিশ্বাস করবেন না। কিন্তু এই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন বেথ ও মাইলস নামের এক যুগল।

দক্ষিণ আফ্রিকার এই যুগল চার মিনিটেরও বেশি সময় ধরে পানি তলায় চুম্বনে লিপ্ত ছিলেন। আর তাতেই গড়েছেন বিশ্বরেকর্ড।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পানির নিচে সবচেয়ে বেশি সময় ধরে চুমু খাওয়ার রেকর্ড গড়েছেন বেথ ও মাইলস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের পক্ষ থেকে তাদের চুম্বনের ভিডিও শেয়ার করা হয়।

জানা গিয়েছে, মালদ্বীপের এক অভিজাত হোটেলে গিয়েই এই রেকর্ড গড়েন দক্ষিণ আফ্রিকার দুই ডাইভার।

বেথ-মাইলসের আগেও অনেকে এমন রেকর্ড করার চেষ্টা করেছেন। তবে পানির নিচে চুম্বনের ১৩ বছরের পুরনো রেকর্ড তাদের আগে কেউ ছুঁতেও পারেননি। সেটি ছিল ৩ মিনিট ২৪ সেকেন্ডের। তিন বছর আগেই এই রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছিলেন বেথ ও মাইলস। সেই মতো প্রস্তুতিও শুরু করে দেন।

সপ্তাহ খানেক আগেই তারা মালদ্বীপে এসে পৌঁছান। তার পর থেকে বেশ কয়েকবার মহড়া দেন। ভ্যালেন্টাইনল ডে’র সকালে ছিল আসল পরীক্ষা। সেদিনই ভালবাসার রেকর্ড গড়তে চাইছিলেন ডাইভার যুগল। তাই সাত সকালেই নেমে পড়েন স্যুইমিং পুলে। সাড়ে সাতটায় শুরু হয় চুম্বন। চলে টানা ৪ মিনিট ৬ সেকেন্ড। আর তাতেই গড়ে ফেলেন নতুন রেকর্ড।