১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০৪:০৬:০৭ অপরাহ্ন


মৃত্যুশূন্য রামেকের করোনা ইউনিট
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২২
মৃত্যুশূন্য রামেকের করোনা ইউনিট রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। ছবি-রাজশাহীর সময়


রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) টানা ১২ দিন পর আবারো মৃত্যুশূন্য দিন দেখলো  করোনা ইউনিট।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি। অন্যদিকে দুই ল্যাবে ৪৫০ জনের করোনা পরীক্ষায় মোট ৬৪ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রামেক ল্যাবে ১৬৮ জনের নমুনায় ২৩ জন ও মেডিকেল কলেজ ল্যাবে ২৮২ জনের মধ্যে ৪১ জনের করোনা ধরা পড়ে।

মেডিকেল ল্যাবে ২৮২ জনের মধ্যে রাজশাহীর ১৬৬ জনের পরীক্ষায় ১৯ জন, জয়পুরহাটের ১৪ জনের পরীক্ষায় একজন ও নাটোরে ১০২ জনের পরীক্ষায় ২১ জনের দেহে করোনা জীবাণুর উপস্থিতি মেলে।

এদিকে দুই ল্যাবে রাজশাহীর ৩৩৪ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে মোট ৪২ জনের। সেক্ষেত্রে রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ১২ দশমিক ৫৭ শতাংশ। এর আগের দিন করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।

এছাড়া প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৪১ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ২৩ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৮ জন। গত ২৪ ঘণ্টায় দু’জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

রাজশাহীর সময় /এএইচ