১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ০১:২৪:৫৭ অপরাহ্ন


ফুলবাড়ীতে নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন
দিনাজপুর প্রতিনিধি :
  • আপডেট করা হয়েছে : ২৭-০২-২০২৩
ফুলবাড়ীতে নারীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফাইল ফটো


দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের ভি.ডাব্লিউ.বি কর্মসূচির আওতায় উপকারভোগী নারীদের মাঝে গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ভি.ডাব্লিউ.বি কর্মসূচির ১৭৯ জন কার্যধারী অতিদরিদ্র উপকারভোগী নারীর মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক। এতে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল। 

এ সময় ট্যাগ কর্মকর্তা উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, ইউপি সচিব মোহাম্মদ আলী, ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক নবীউল ইসলাম, ইউপি সদস্য নূর ইসলাম, সুকুমার রায়, মোকছেদ আলী, লাভলু ফারুক, মহিলা ইউপি সদস্য শ্রীমতি সুধা রানী, সাইফুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ভি.ডাব্লিউ.বি কর্মসূচির আওতায় গ্রামের অতিদরিদ্র কার্ডধারী উপকারভোগী নারীদেরকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। উপজেলার সাতটি ইউনিয়নে দুই হাজার ১৫৮জন কার্ডধারী অতিদরিদ্র উপকার ভোগী নারী রয়েছেন। এর মধ্যে খয়েরবাড়ী ইউনিয়নে ১৭৯জন। ##