২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৩:০৩:৩৬ পূর্বাহ্ন


পুঠিয়ায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২২
পুঠিয়ায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন পুঠিয়ায় ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন


রাজশাহীর পুঠিয়ায় বেকারত্ব দূর করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সুবিধা বঞ্চিত বেকার যুবক-যুবতীদের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক ১০ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় মাধ্যমিক শিক্ষা অফিসের হল রুমে পুঠিয়া উপজেলা পরিষদ এই প্রশিক্ষনের আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কে এম গোলাম মোস্তফা, জাইকার ইউজিডিপি, এলজিডির ইউডিএফ শাহিন ওয়াজ সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রশিক্ষনের সহযোগীতা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোওপারেশন এজেন্সী জাইকা। আর বাস্তবায়ন করেন পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক কমিটি।

এতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।

রাজশাহীর সময় /এএইচ