২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ০৯:১৩:৫৯ অপরাহ্ন


রাজশাহীর জাদুঘরে বিষ্ণু মুর্তি হস্তান্তর করলেন পুলিশ সুপার
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
  • আপডেট করা হয়েছে : ১৭-০২-২০২২
রাজশাহীর জাদুঘরে বিষ্ণু মুর্তি হস্তান্তর করলেন পুলিশ সুপার রাজশাহীর জাদুঘরে বিষ্ণু মুর্তি হস্তান্তর করলেন পুলিশ সুপারবিষ্ণু মুর্তি হস্তান্তর করলেন পুলিশ সুপার


রাজশাহীর প্রত্নতাত্ত্বিক জাদুঘরে কালো রংগের একটি বিষ্ণু মুর্তি হস্তান্তর করেছেন পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)। মুর্তিটির ওজন ২৬ কেজি। 

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) বেলা সোয়া ১১টায় জাদুঘরের সহকারী কাস্টডিয়ান এসএম হাসনাত বিন ইকরাম এর নিকট মুর্তিটি হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম।

তিনি জানান, এই বছরের (১৩ জানুয়ারী) রাজশাহীর মোহনপুর থানাধীন করিশা গ্রামে একটি পুকুর সংস্কারকালে ২৬ কেজি ওজনের এই বিষ্ণু মুর্তিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় রাজশাহী মহানগরীর সরকারী জাদুঘরে মুর্তিটি হস্তান্তর করা হয়। এ সময় জেলা পুলিশের অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময় / এফ কে