২০ এপ্রিল ২০২৪, শনিবার, ১০:০৫:৩৭ পূর্বাহ্ন


গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৩
গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহীর গোদাগাড়ীতে ১ কেজি ১০০ (একশত) গ্রাম হেরোইনসহ মোঃ বাবু হোসেন ওরফে আসমত (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (৩ মার্চ) গোদাগাড়ী থানাধীন চর ভূবনপাড়া (টেকপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর ভূবনপাড়া (টেকপাড়া) গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ বাবু হোসেন ওরফে আসমত।

শনিবার (৪ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় গোদাগাড়ী থানাধীন চর ভূবনপাড়া (টেকপাড়া) গ্রামে মোঃ বাবু হোসেন ওরফে আসমত এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে আসমতের বসত বাড়ীর চতুরদিক ঘেরাও করলে দুইজন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে আসমতকে আটক করা হয় এবং অপরজন কৌশলে পিছনের গেট খুলে দ্রুত গতিতে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে আসমতের বাড়ী তল্লাশী করে ইটের তৈরী (নির্মিত) ধানের গোলাঘরের মেঝেতে থাকা ধানের নীচে অভিনব কায়দায় লুকানো ১ কেজি ১০০ (একশত) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র‌্যাব।