২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবার, ০২:৫৯:৩২ অপরাহ্ন


বসন্তকালের ঠান্ডা হাওয়াতেও কমেনি বাজারের গরম
ইব্রাহীম হোসেন সম্রাট:
  • আপডেট করা হয়েছে : ০৪-০৩-২০২৩
বসন্তকালের ঠান্ডা হাওয়াতেও কমেনি বাজারের গরম সাপ্তাহিক বাজারদর


শনিবার (৪ মার্চ) নগরীর সাহেব বাজার ঘুরে দেখা গেছে অপরিবতীর্ত রয়েছে নিত্যপণ্যের দাম। গত সপ্তাহের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপণ্যের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে ৬৮০টাকা, খাসির মাংস ১০০০—১০৫০টাকা, মহিষের মাংস ৭৫০টাকা, ব্রয়লার ২২০টাকা, সোনালী ৩১০টাকা, হাঁস ৪০০টাকা, লেয়ার ২৮০টাকায়।

তবে কিছুটা কমেছে ডিমের বাজারদর, সাদা ডিম ২টাকা কমে ৩৮টাকায়, লাল ডিমে ২টাকা কমে ৪০টাকায়, হাঁসের ডিমে ৫টাকা কমে ৬০টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া মাছের দামও রয়েছে অপরিবতীর্ত। ইলিশ রয়েছে সব—সময়ের মতোই ধরাছোঁয়ার বাইরে, বড়:মাঝারি:ছোট ইলিশের দাম কেজিতে বিক্রি হচ্ছে ১২০০:১০০০:৮০০টাকায়, টুনা ২০০টাকা, রুই ২২০টাকা, কাতল ২০০টাকা, মিরকা ১৮০টাকা, লাইলোনটিকা ২০০টাকা, সিলভার ১৫০টাকা, পাপদা ৩০০টাকা, টেংরা ৪৫০টাকা, বাঁশপাতা ৮০০টাকা, শোল ৫০০টাকা, আইখোর ৩৫০টাকা, পাটাশি ৫০০টাকা, মাগুর ৪০০টাকা, শিং ৩৫০টাকা, পাঙ্গাস ১৫০টাকা।

সাহেব বাজারের মাছের ব্যবসায়ী হাসানুর হাবীব সাগর জানায়, ক্রেতাদের চাহিদা অনুযায়ি মাছের সরবরাহ কম থাকায় দাম একটু বাড়তি রয়েছে।

শাক—সবজি রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে প্রতি কেজি দেশী পেয়াজ বিক্রি হচ্ছে ২২—২৫টাকায়, রসুন, আদা ও মরিচ ১২০টাকায়, টমেটো ৫টাকা কমে ২০টাকা,  আলু ১৮—২০টাকা, মটরশুটি ৪০—৫০টাকা, মিষ্টি কুমড়া ৩০—৪০টাকা, গাজর ২৫টাকা, বেগুন ৩০টাকা, শসা ২০—৩০টাকা,  পেঁপে ৩০টাকা, ফুলকপি ১০—২০টাকা পিস, লাউ আকারভেদে ২০—৩০টাকা পিস।

অপরিবতীর্ত রয়েছে চাউলের দাম প্রকারভেদে আঠাশ ৬০:৬৪:৬৬টাকা, মিনিকেট ৭০,৭২টাকা, স্বর্ণা ৫৬টাকা, গুটি স্বর্ণা ৫২টাকা, স্বর্ণা আতব ৬৫টাকা, বাসমতি ৮৫টাকা, চিনিগুড়া ১৩০:১৪০টাকা। 

এছাড়া মুদি পণ্যের মধ্যে সোয়াবিন তেল লিটার প্রতি বোতলজাত ১৮৫টাকা ও খোলা সোয়াবিন লিটারে ১৬২—১৬৫টাকা, সরিষার তেল বোতলজাত ২৫৫টাকা ও খোলা সরিষার তেল ২৩০টাকা, চিনি (সাদা) ১১২টাকা, মসুরের ডাল ও সোনা মুগ ১৩০টাকা, খেসারি ডাল ৮৫টাকা, অ্যাংকর ডাল ৭৫টাকা, কাজু বাদাম ১০০০টাকা, পেস্তা বাদাম ৮০০টাকা, আখরোট ১১০০টাকা, কুমড়া বীজ ১০০০টাকা, সাদা তিল ৪০০টাকা, তিষি ৪০০টাকা।