২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার, ০৬:৩৫:১৬ পূর্বাহ্ন


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর
ক্রীড়া ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৭-০৩-২০২৩
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সোহেল তানভীর সোহেল তানভির। ফাইল ফটো


আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটকে বিদায় জানালেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী পেস বোলার সোহেল তানভীর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

সাদা বলের ক্রিকেটে এক সময়ে পাকিস্তানের শীর্ষ বোলার ছিলেন সোহেল। এক অনন্য এবং কঠিন বোলিং অ্যাকশনের কারণে আলাদা পরিচিতি পেয়েছিলেন এই পেসার। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার চাহিদা ছিলো তুঙ্গে। নিজের টুইটারে অবসরের ঘোষণা দিয়ে সোহেল তানভীর বলেন, ‘আমি ক্রিকেটের সব ধরনের আন্তর্জাতিক ফরম্যাট থেকে অবসর ঘোষণা করছি। তবে ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে খেলা চালিয়ে যাবো। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ, যারা আমাকে দেশের হয়ে খেলার সুযোগ করে দিয়েছেন।’

২০১৭ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সোহেল তানভীর তার ক্যারিয়ারের ১০০টিরও বেশি আন্তর্জাতিক উইকেট শিকার করেছেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা তানভীর ঘরোয়া ক্রিকেটেও নজরকাড়ার মতো পারফরম্যান্স করতে ব্যর্থ হন। পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৬২টি ওয়ানডে এবং ৫৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন সোহেল তানভীর। দুই টেস্ট ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছেন এই পেসার। একইসঙ্গে ৬২টি ওয়ানডেতে ৭১ উইকেট রয়েছে তার। ৫৭ টি-টোয়েন্টি ম্যাচে উইকেট ৫৪টি।

২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে সোহেল তানভীর রাজস্থান রয়্যালসের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। বাঁহাতি পেসার ১১ ম্যাচে ২২টি উইকেট নিয়ে রাজস্থানকে তাদের প্রথম আইপিএল শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। এটি ছিলো একমাত্র আইপিএল মৌসুম, যেখানে পাকিস্তানি খেলোয়াড়দের সুযোগ মিলেছিলো। এরপর রাজনৈতিক বৈরিতার কারণে আর কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আইপিএলে দেখা যায়নি।